• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    পদত্যাগ করেছেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২২ | ৭:৪৬ অপরাহ্ণ

    চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জাভিদ আহমদ কায়েম পদত্যাগ করেছেন। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে গত কয়েক মাস কোনও বেতন পাননি তিনি। এমন পরিস্থিতিতে এ মাসের গোড়ার দিকে তিনি পদত্যাগ করেন। টুইটারে দেওয়া এক পোস্টে জাভিদ আহমদ কায়েম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

    বিদায়ী এই রাষ্ট্রদূত জানান, গত আগস্ট থেকে কাবুলের কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করছে না। এরইমধ্যে দূতাবাসের অনেক কূটনীতিক চাকরি ছেড়ে চলে গেছেন।

    নিজের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগত ও পেশাগত অনেক কারণ আছে। কিন্তু আমি সেগুলো এখানে উল্লেখ করতে চাই না।’

    চীনের সঙ্গে আফগানিস্তানের একটি ছোট সীমান্ত রয়েছে। গত আগস্টে পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে মানবিক সরবরাহ পাঠিয়েছে বেইজিং।

    জাভিদ আহমদ কায়েম জানান, নতুন করে একজনকে দূতাবাসে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম ‘মিস্টার সাদাত’ বলে জানা গেছে।

    চীনে নিযুক্ত আফগান দূতাবাসে জাভিদ আহমদ কায়েমের উত্তরসূরি কে হবেন? রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার এক দৈনিক ব্রিফিংয়ে জানান, জাভিদ আহমদ কায়েম চীন ছেড়ে গেছেন। তবে তিনি কখন বেইজিং ছেড়েছেন বা কোথায় গেছেন সে ব্যাপারে বিস্তারিত জানাননি ওয়াং ওয়েনবিন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০