- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জানুয়ারি ২০২২ | ৭:২২ অপরাহ্ণ
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ও পাশিনিয়ান কাজাখস্তানে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট সিএসটিও-এর শান্তিরক্ষা মিশন এবং নাগরনো-কারাবাখ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে বলা হয়, সিএসটিও জোটে আর্মেনিয়ার সভাপতিত্বকে বিবেচনায় নিয়ে কাজাখস্তানে জোটের শান্তিরক্ষা মিশনের অগ্রগতির বিষয়ে দুই নেতার মধ্যে আলাপ হয়েছে।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে সম্প্রতি কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। ৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের ফোনালাপে মূলত কাজাখস্তানের বিদ্যমান পরিস্থিতিই প্রাধান্য পেয়েছে।