• আজ বুধবার
    • ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি

    শিল্পী সমিতির নির্বাচন নিয়ে প্রথম মুখোমুখি কাঞ্চন-মিশা

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ জানুয়ারি ২০২২ | ৭:৩০ অপরাহ্ণ

    আবারও সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে দল গোছানোয় ব্যস্ত প্রধান দুই প্যানেল, যার একটির নেতৃত্ব দিচ্ছেন প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং অপরটির জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

    দুই নেতা এবারই প্রথম মুখোমুখি হলেন নির্বাচনী ইস্যুতে; নাগরিক টিভির নিয়মিত আয়োজন ‘বলা না বলা’ অনুষ্ঠানে।

    নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় নির্বাচনকে ঘিরে নানা কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন দুই নেতা। যার শুটিং হয়েছে ১১ জানুয়ারি চ্যানেলটির স্টুডিওতে।

    অনুষ্ঠানটি প্রসঙ্গে কামরুজ্জামান বাবু বলেন, ‘চলচ্চিত্রের সাংগঠনিক কর্মতৎপরতায় শিল্পী সমিতির নির্বাচনের গুরুত্ব নেহায়েত কম নয়। সেই গুরুত্বের দিকটিকে মাথায় রেখেই এই আয়োজন। দুজনই প্রাণখুলে কথা বলেছেন, দর্শকদের সেই বিতর্ক বেশ টানবে বলে আমার কাছে মনে হয়।’

    অনুষ্ঠানে উঠে এসেছে নির্বাচনমুখী শিল্পী সমিতির কর্মযজ্ঞের নানা দিক। আয়োজনটি প্রচার হবে আগামী ১৪ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬টায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১