• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নির্বাচন কমিশনকে সর্তক করলেন চরমোনাই পীর

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জানুয়ারি ২০২২ | ৮:০১ অপরাহ্ণ

    অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন চরমোনাই পীর ও দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি নির্বাচন কমিশনকে সর্তক করে বলেন, নির্বাচন কমিশনকে জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না। শনিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

    ইসি’র প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, অন্তত এই নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে এনে এর মর্যাদা রক্ষা করুন।

    সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, প্রায় সকল পেশাজীবী শ্রেণিস্বার্থের কারণে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় সকল ক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে।

    তিনি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০