- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২২ | ৪:৫২ অপরাহ্ণ
গাজীপুরের কালীগঞ্জ ও পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আড়িখোলা ও পূবাইল রেলওয়ে স্টেশনের অদূরে মধ্য চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমাইদুল জিহাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর ও অন্যজনের ৩৫ বছর হবে।’
এমাইদুল জিহাদী বলেন, ‘সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফূলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিল অজ্ঞাত এক যুবক। পরে ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় ট্রেন জাম্প করলে তিনি পড়ে যান।
একই রেলসড়কে চট্টগ্রামগামী সোনারবাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পূবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরও এক যুবক নিহত হয়েছেন।
তিনি আরও জানান, ‘যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেখান থেকে ময়নাতদন্তের পর নাম পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে।’