- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
| ১৯ জানুয়ারি ২০২২ | ৬:২৯ অপরাহ্ণ
তিনি জানেন, বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন চাকুরি ছেড়ে দিয়েছেন। টাইগারদের পেস বোলিং কোচের পদটি এখন শূন্য। সেই পদে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।
আজ বুধবার বিসিবি একাডেমি মাঠে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে এ ইচ্ছের কথা জানান এ অস্ট্রেলিয়ান।
প্রশ্ন ছিল বাংলাদেশেতো এখন পেস বোলিং কোচ নেই। আপনি এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হয়ে। আপনার কী বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হওয়ার ইচ্ছে আছে?
জবাবে শন টেইট বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আগ্রহী। যদি (কোচিং পদটা) পাই তাহলে খুব ভাল লাগবে। বাংলাদেশের পেস বোলিং কোচ পদটি বেশ ভালই হবে। আমি দায়িত্ব পেলে করতে আগ্রহী।’
তবে শন টেইটের কথা, ‘কাকে পেস বোলিং কোচ করবে, সেটা বিসিবিই ভাল জানে। তারাই ঠিক করবে, কে পেস বোলিং কোচ হলে ভাল হবে।’
বাংলাদেশে এসেছেন মাত্র দু’দিন। গতকাল মঙ্গলবার প্রথমদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেটে বোলারদের নিয়ে কাজ করেছেন শন টেইট। আজ বুধবারই প্রথম মিডিয়ার সামনে এসেছিলেন সাবেক অসি ফাস্ট বোলার।