• আজ সোমবার
    • ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    শ্রীপুরে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ জানুয়ারি ২০২২ | ৬:৩৯ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২০জানুয়ারি) ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা ও দুটি বগি লাইনচ্যুত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর স্টেশন মাস্টার হারুন অর রশিদ।

    তিনি জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১২মিনিটে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

    তিনি আরো জানান, কাওরাইদ স্টেশন এলাকায় রেললাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকরীরা (গ্যাং সদস্যরা) লাইনের নিচে কাঠের সরিয়ে ফেলে। বিষয়টি কাওরাইদ স্টেশন মাস্টারকে অবহিত করেননি তারা। ওদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেন স্টেশন কর্মরত মাস্টার। পরে ট্রেনটি স্টেশনে প্রবেশের আগেই একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

    রেল স্টেশনের এক নম্বর লাইনে রেল চলাচল স্বাভাবিক আছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১