• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    লাইবেরিয়ায় ‘খ্রিষ্টান ক্রুসেডে’ পদদলিত হয়ে নিহত ২৯

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ জানুয়ারি ২০২২ | ৭:০৪ অপরাহ্ণ

    লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি প্রার্থনায় পদদলিত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। লাইবেরিয়ায় খ্রিষ্টান ক্রুসেড নামে পরিচিত এই প্রার্থনা অনুষ্ঠান একটি ফুটবল মাঠে আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

    পুলিশ মুখপাত্র মোসেস কার্টার জানান, বুধবার রাতে এই পদদলনের ঘটনা ঘটে। হাতে ছুরি থাকা একদল গ্যাংস্টার উন্মুক্ত স্থানে প্রার্থনাকারীদের ওপর হামলা চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়।

    তিনি জানান, ছুরি বহনকারী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    লাইবেরিয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সমাবেশকে ক্রুসেড বলা হয়। একজন প্রভাবশালী যাজক এই প্রার্থনার আয়োজন করেছিলেন।

    নিহতদের মরদেহ রেডেম্পশন হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রেসিডেন্ট জর্জ ওয়েইহ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০