- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২২ | ৯:১৫ অপরাহ্ণ
টি-টোয়েন্টি খেলতে আগ্রহী নন তামিম ইকবাল, এমনকি এই ফরম্যাটে না খেলতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ করেছেন দেশসেরা ওপেনার। গত শনিবার পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বিষয়টি। এ নিয়ে তামিমের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়েছে বিসিবির। বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা চায় তামিম কুড়ি ওভারের ফরম্যাট চালিয়ে যান। আজ (মঙ্গলবার) সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। এরপর বাংলাদেশ দল নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, ফের নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেললেও তামিম কোনও সিরিজ খেলেননি। যদিও নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজ বাদে বাকি সিরিজগুলোতে তামিমের না খেলার অন্যতম কারণ ছিল ইনজুরি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ার পর বোঝা যাচ্ছিল, এই ফরম্যাটে খেলতে আগ্রহী নন বাঁহাতি ওপেনার।
তারপরও তামিম বিষয়টি পরিষ্কার না করায় সংশয় ছিল। গত শনিবার বিসিবি সভাপতি পাপন জানান, তামিম টি-টোয়েন্টি খেলতে আগ্রহী নন। তবে এ ব্যাপারে তামিমের সঙ্গে বৈঠক করেছে বিসিবি। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, যদিও সেটি স্পষ্ট নয়।
জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গতকালকেও (সোমবার) তামিমের সঙ্গে লম্বা মিটিং হয়েছে। একটু আগে তামিমের সঙ্গে সভাপতি, আমিও ছিলাম। আমাদের সঙ্গে একটা মিটিং হয়েছে তামিমকে নিয়ে, তার প্ল্যান নিয়ে। প্ল্যানটা আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পারবেন।’
তামিমের সিদ্ধান্ত যাই হোক না কেন, বিসিবি দেশসেরা ওপেনারকে কুড়ি ওভারের ক্রিকেটে চায়। জালালের ভাষায়, ‘অবশ্যই আমরা চাই তামিম কন্টিনিউ করুক। এটা আমি আগেও বলেছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ- স্টিল তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা চাই ওরা কন্টিনিউ করুক। আমরা সেই অ্যাঙ্গেলে তামিমের সঙ্গে কথা বলেছি।’
যদিও সবকিছু নির্ভর করছে তামিমের ওপর। সেটিও জানিয়ে দিলেন বিসিবির এই কর্তা, ‘তামিমের নিজস্ব একটা পরিকল্পনা আছে, ও (তামিম) সেভাবেই এগোতে চাচ্ছে। কাজেই এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।’
এর আগে তামিমকে এই ফরম্যাটে খেলতে কয়েক দফা অনুরোধ করা হয়েছিল। তখন তামিম নাকি অনুরোধ করেছিলেন বোর্ড সভাপতিকে, তাকে যেন টি-টোয়েন্টি খেলার জন্য অনুরোধ করা না হয়। গত শনিবার এক প্রশ্নের জবাবে পাপন বলেছিলেন, ‘ওর (তামিম) সঙ্গে আমি কথা বলেছি। ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও (তামিম) আমাকে একটা কথা বলেছে- আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’
এদিকে গত সোমবার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, তামিমের সঙ্গে টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলবেন তিনি, ‘যদিও বাবলের মধ্যে আছি। আমি চাই না ফোনে কথা বলতে। সামনাসামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। খেলা শেষে পারলে কথা বলবো আসলে সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার আছে, ছোটখাটো সমস্যা আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগো থেকে অনেক সময় এসব হয়ে যায়, ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করবো।’