• আজ বৃহস্পতিবার
    • ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ ১৪৪৬ হিজরি

    মগবাজারে ট্রেনের ধাক্কায় একজন নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জানুয়ারি ২০২২ | ৩:২৬ অপরাহ্ণ

    রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক (৪৫) বছর।

    বৃহস্পতিবার (২৭ জনুয়ারি) সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একজন গুরুতর আহত হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকেও জানানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১