• আজ সোমবার
    • ২২শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা জিলকদ ১৪৪৬ হিজরি

    শুটিং স্পট থেকে হাসপাতালে ভর্তি পরীমণি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জানুয়ারি ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ

    শুটিং স্পট থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হতে হলো সময়ের অন্যতম নায়িকা পরীমণিকে।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে খবরটি পরীমণি নিজেই নিশ্চিত করেন বলেন, ‘হাসপাতালে আছি। বাকিটা এখনও জানি না।’

    জানা গেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে গাজীপুরের শালনায় পরীমণি অংশ নেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার ইউনিটে। কথা ছিলো, এই ছবিটির কাজ শেষ করেই মাতৃত্বকালীন লম্বা ছুটিতে যাবেন পরীমণি। সেই লক্ষ্যে, বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিলো। সেই মাপে মঙ্গলবার রাতেই পরীমণি অংশ নেন ইউনিটে। তবে বুধবার (২৬ জানুয়ারি) শুটিং শুরুর আগেই পরীমণির শরীর খারাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করোনার সিম্পটম দেখা দেয়।

    এদিন মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে পরীমণিকে ঢাকায় আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় নায়িকার সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ।

    জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে হাসপাতালে ভর্তি করানোর পর করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়েছে। ফল পেতে সময় লাগবে। তবে এ বিষয়ে পরীমণির আর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    এদিকে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা পরীর এমন অবস্থা দেখে বুধবার (২৬ জানুয়ারি) সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিলো জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরও অবনতি হয়। দ্রুতসময়ের মধ্যে রাজ পরীকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে যায়। আর আমরা এখন (বেলা ১২টা) ঢাকায় ফিরছি সব প্যাকআপ করে।’

    পরীমণি সম্প্রতি শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’। হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’। এরমধ্যে কথা ছিলো মাতৃত্বকালীন দেড় বছরের ছুটিতে যাওয়ার আগে ‘মা’-এর কাজ শেষ করবেন পরী। এবার সেখানে গিয়েই হাসপাতালে ফিরতে হলো আলোচিত এই নায়িকাকে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১