- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জানুয়ারি ২০২২ | ৪:২২ অপরাহ্ণ
নির্ধারিত সময়ের চারদিন আগে পিছিয়ে গেলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন। আগে ঠিক করা হয়েছিল ৩১ জানুয়ারি হবে ব্যাডমিন্টনের নির্বাচন। এখন সেটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি।
জাতীয় ক্রীড়া পরিষদে ১০২ কাউন্সিলরের ভোটে ২৪ পদের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে। যেখানে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আমির হোসেন বাহার, কবিরুল ইসলাম শিকদার ও জোবাইদুর রহমান রানা।
এছাড়া সহ-সভাপতি পদে সাতজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুইজন এবং ১৬টি সদস্য পদের জন্য সাতাশজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।