- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২২ | ৬:০১ অপরাহ্ণ
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন জোটের দলগুলো কোনও প্রেসিডেন্টকে নির্বাচিত করতে ব্যর্থ হওয়ার পর তিনি পুনরায় নির্বাচিত হলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ছয় দিন ধরে উত্তেজনাময় পরিস্থিতিতে ৮০ বছর বয়সী মাত্তারেল্লা ছিলেন সবার পছন্দের ব্যক্তি।
মাত্তারেল্লা দায়িত্ব ছাড়তে ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ইতালির স্থিতিশীলতার তাকে দায়িত্ব পালন অব্যাহত রাখতে রাজি করান।
আট দফর ভোটের শনিবার তিনি পুনরায় নির্বাচিত হন। ভোটের পর মাত্তারেল্লা জানান, দেশের স্বাস্থ্য ও অর্থনীতির চ্যালেঞ্জের কারণে তিনি পদে থাকার দায়িত্বশীলতা অনুভব করেছেন। ব্যক্তিগত পছন্দের চেয়ে দেশের প্রতি দায়িত্ব গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী দ্রাঘি মাত্তারেল্লার পুনর্নির্বাচিত হওয়ার ঘটনায় প্রশংসা করেছেন।