- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২২ | ৬:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলের কিছু অংশে ভারি তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে তুষারপাতের কারণে গাড়ি চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। খবর বিবিসির।
ইতোমধ্যেই পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটসের কিছু এলাকায় আড়াই ফুট উচ্চতার বরফের স্তর দেখা গেছে।
গত কয়েকদিনে প্রায় ৬ হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা আগামী কিছুদিন কমই থাকতে পারে। নিউইয়র্ক এবং ম্যাসাচুসেটসে আঘাত হেনেছে শীতকালীন ঝড় নর’ইস্টার। এর প্রভাবে ভারি তুষারপাত এবং আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সময় শনিবার বোস্টন অঙ্গরাজ্যে ২৩ দশমিক ৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। আগের দিনও প্রায় একই রকম তুষারপাত হয়েছে। ওই অঙ্গরাজ্যে ৮০ হাজারের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেপ কোড অঞ্চল। শনিবার প্রায় প্রতিটি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। অপরদিকে নানটাকেট এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্ক করেছে যে, শুধু জরুরি কারণেই লোকজনের বাড়ির বাইরে বের হওয়া উচিত। অপ্রয়োজনে ঘোরাঘুরি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্কের কিছু কিছু অংশে দুই ফুট উচ্চতার বরফের স্তর দেখা গেছে। উত্তর-পূর্বাঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ২০১৮ সালের পর প্রথমবারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো। প্রায় সাড়ে ৭ কোটি মানুষ এই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিউইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, রোডে আইল্যান্ড এবং ভার্জিনিয়ার মেয়র জরুরি অবস্থা জারি করেছেন।