• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

    ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ

    গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা ৫ উইকেটে হেরে গেল ভারতের কাছে। ১১২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল তারা।

    শনিবার ওয়েস্ট ইন্ডিজে হওয়া ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের যুবারা। ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ রানে ৩টি আর ৩৭ রান তুলতে ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

    একপর্যায়ে ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল চ্যাম্পিয়ন যুবারা। তবে লোয়ার অর্ডারের এসএম মেহরব আর আশিকুর জামান কোনোমতে একটায় জায়গায় নিয়ে গেছে রানের চাকা। মেহরব ৪৮ বলে ৬ বাউন্ডারিতে ৩০ আর আশিকুর ২৯ বলে করেন ১৬ রান।

    শেষ পর্যন্ত ১১১ রানেই থামতে হয় বাংলাদেশের যুবাদের। ভারতের পক্ষে ৩ উইকেট নেন রাবি কুমার। ৭ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি। ২ উইকেট শিকার করেন ভিকি ওস্তাল।

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারত। ৩ বল খেলে শূন্য রানে আউট হন ওপেনার হারনর সিং। তবে লক্ষ্যে পৌঁছাতে খুব বেগ পেতে হয়নি ভারতের যুবাদের। ৩০ ওভার ৫ বলে ১১৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান তোলেন অংকৃষ রঘুবংশী।

    বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন রিপন মণ্ডল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১