• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইয়াসির দলে থাকলে আমি খেলবো না: মিরাজ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২২ | ৬:১০ অপরাহ্ণ

    ঢাকঢোল পিটিয়েই অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলও ফল করছিল ভালো। অনেক প্রশ্নের জন্ম দিয়ে বিপিএলের পঞ্চম ম্যাচে এসে অধিনায়ক পরিবর্তন করেছে চট্টগ্রাম। মিরাজের বদলে শনিবার নেতৃত্বে দেখা গেছে নাঈম ইসলামকে। মিরাজের দাবি, এমন সিদ্ধান্তের পেছনে ছিলেন চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম! তার প্ররোচনাতেই এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। অবস্থা এমন দাঁড়িয়েছে, মিরাজ ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘ইয়াসির থাকলে আমি খেলবো না।’

    অধিনায়কত্ব হারানোর ব্যাপারে মিরাজ বলেছেন, ‘আমাকে অধিনায়কত্ব থেকে কেন সরানো হলো কিছুই বুঝলাম না। দল আমার অধীনে ফল পেলো। আমি নিজে পারফর্ম করেছি। বাকিরাও স্বাচ্ছন্দ্যে আছে। কোচিং ম্যানেজমেন্ট খুশি। তাহলে কী কারণে কিছু না বলেই এমন সিদ্ধান্ত।’

    রবিবার টিম হোটেলে মিরাজ স্পষ্ট করেই বলেছেন, ‘কোচের (পল নিক্সনের ) সঙ্গে আমার ৩০ মিনিট কথা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বিবৃতি দিয়েছেন উনি। ইয়াসিরই সবচেয়ে বড় অপরাধী। আমি নিশ্চিত মালিককে যেভাবে বলা হচ্ছিল, তারা সেভাবেই সবকিছু করছিলেন।’

    আরও পরিষ্কার হওয়ার জন্য মিরাজকে প্রশ্ন করা হয়- তাহলে কি আপনি দলে থাকছেন? উত্তরে মিরাজ বলেছেন, ‘কেন থাকবো না। তবে ও (ইয়াসির) যদি দলের সঙ্গে থাকে, তাহলে আমি খেলবো না।’

    অথচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজমেন্ট থেকে দাবি করা হয়, প্রধান কোচ পল নিক্সনের কথাতেই নাকি মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলটির চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলমও এমনটাই বলেছিলেন। কিন্তু মিরাজের দাবি অনুযায়ী ইয়াসিরের বিবৃতি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ‘মালিককে নিয়ে আমার কোনও অভিযোগ নেই। মালিক অনেক ভালো মানুষ। কোচ চলে গেছে, উনি যাওয়ার আগে নাকি আমাকে নিয়ে অনেক কথা বলে গেছেন। আমি নাকি নিজের জন্য ক্রিকেট খেলি। অথচ নিক্সনের সঙ্গে কথা হয়েছে, ও বলেছে সে এমন কিছু কখনোই বলেনি।’

    এখন এমন পরিবেশে খেলতে আগ্রহী নন মিরাজ। তার যুক্তি, ‘দুদিন পর তো পারফর্ম করলেও আমাকে দলে রাখা হবে না। এটা তো স্রেফ অপমান। আমি এখনও জাতীয় দলের ক্রিকেটার। এখানে আমাদের নিজেদেরও চ্যালেঞ্জ থাকে, সবার থেকে সেরা হতে হবে। জাতীয় দলে আবার ব্যাক করতে হবে। সেভাবেই আমার মানসিকতা ঠিক রাখতে হবে। কিন্তু এমন পরিবেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন।’

    মিরাজ তারপর বলেছেন, ‘‘এখন খেলার মন মানসিকতা নেই। হয়তো আমার সঙ্গে ওনাদের কমিউনিকেশন গ্যাপ হয়েছে। খেলার তিনঘণ্টা আগে আমাকে বলেছে, ‘তুমি অধিনায়কত্ব করছো না।’ আমি জানতে চেয়েছি, কেন আপনারা এমন সিদ্ধান্ত নেবেন। আপনাদের এমন ভাবনা থাকলে আমাকে আগে থেকেই জানিয়ে দিতেন।’

    গত বিপিএলে মিরাজের ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতা আছে। ওই হিসেবে মিরাজ চেয়েছিলেন, এই আসরেও ওপেনিংয়ে খেলতে। এ নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনাও করেছিলেন। এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, ‘বিপিএলে গত দুই বছর আমি তো ওপেনিংয়েই ব্যাটিং করেছি। ভালো খেলেছি। এবার আমি মতামত দিয়েছি। জোর করলে তো আপনারা দেখতেন, আমি খেলতাম। ওনারা যেটা করেছে, একজন খেলোয়াড়ের সঙ্গে এমনটা করা উচিত নয়।’

    এদিকে উদ্ভূত এই পরিস্থিতিতে ঢাকায় ফেরার অপেক্ষায় ছিলেন মিরাজ। স্ত্রী-পুত্র নিয়ে বিকালে চট্টগ্রামের হোটেল পেনিনসুলা থেকে নিচে নামলে কিছুক্ষণ পর ফ্র্যাঞ্চাইজির লোকেরা এসে তাদের ভেতরে নিয়ে যায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১