• আজ শুক্রবার
    • ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ ১৪৪৬ হিজরি

    লাইসেন্সবিহীন তেলের মিলের বিরুদ্ধে মামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জানুয়ারি ২০২২ | ৪:৩২ অপরাহ্ণ

    লাইসেন্স ছাড়া সরিষা ও সয়াবিন তেল এবং হলুদ-মরিচের গুঁড়া উৎপাদন করায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজার এলাকায় খুশবু ওয়েল মিলের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ আলামত হিসেবে একটি করে নমুনা জব্দ করা হয়েছে।

    আজ রবিবার (৩১ জানুয়ারি) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মামলা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    অভিযানে বাধ্যতামূলক হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সরিষার তেল ও সয়াবিন তেল (নন-ফর্টিফাইড) পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছাড়া উৎপাদন/মোড়কজাত, বিক্রি, বিতরণ ও বাজারজাত করার প্রমাণ মেলায় খুশবু ওয়েল মিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

    বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা আফসানা হোসেন দায়িত্ব পালন করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১