• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে: জিএম কাদের

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৪:০৫ অপরাহ্ণ

    জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় ‘কয়েকগুণ বেড়েছে’ উল্লেখ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য দিনদিন আকাশচুম্বী হয়ে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে দিন কাটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমনবস্থায় গ্যাসের দাম দ্বিগুণ হলে জীবন বাঁচাতে মানুষের মাঝে হাহাকার উঠবে।’

    আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

    সম্প্রতি দেশের গ্যাস বিতরণ কোম্পানিগুলো মূল্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠিয়েছিল। তবে ওই প্রস্তাব ‘বিধিবহির্ভূত’ ছিল উল্লেখ করে ফেরত পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

    প্রসঙ্গটি টেনে বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘এ সময় জ্বালানি গ্যাসের মূল্য বাড়ানো হবে জনবিরোধী সিদ্ধান্ত। সরকার এমন সিদ্ধান্ত নিলে প্রমাণ হবে দেশের মানুষের প্রতি সরকারের কোনও দরদ নেই।’

    গ্যাসের দাম বাড়ানো হলে দেশের সাধারণ মানুষের জীবনে বর্তমান পেক্ষাপটে ‘মহাবিপর্যয় ডেকে আনবে’ উল্লেখ করে বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে মূল্য বৃদ্ধির এই অর্থ দেশের প্রতিটি মানুষের কাছ থেকে আদায় করা হবে। যা মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে।’

    বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, ‘এমনিতেই গ্যাসের বিল পরিশোধ করার পরও রান্নার জন্য লাইনে গ্যাস পায় না সাধারন মানুষ। সে জন্য নিয়মিত গ্যাসের বিল দেওয়ার পাশাপাশি বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন অনেকে। আবার কেউ কেউ অতিরিক্ত খরচ করে কাঠের চুলাও ব্যবহার করছে রান্নার জন্য।’

    গ্যাসের দাম বাড়লে রফতানি পণ্যের উৎপাদন ব্যয় ‘যথেষ্ঠ পরিমাণ বেড়ে যাবে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেনন, ‘এতে করে হুমকির মুখে পড়তে পারে দেশের গার্মেন্টসহ বিভিন্ন শিল্প। বিশেষ করে আন্তর্জাতিক বায়িং প্রতিষ্ঠানগুলো মুখ ফেরাতে পারে বাংলাদেশ থেকে। যা মহা বিপর্যয়ের কারণ হতে পারে। তাই এ সময় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হবে হটকারী ও দুঃখজনক। মেগা প্রজেক্টের বিপুল ব্যয় স্থগিত রেখে হলেও এ মুহূর্তে গ্যাসের মূল্যবৃদ্ধি বন্ধ রাখতে হবে।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০