- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ
টাকা ছিনতাইয়ের সময় ছিনতাকারীদের চিনে ফেলায় চট্টগ্রামের মীরসরাইয়ের সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে হত্যা করা হয়েছে। এ হত্যা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোম ও মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মো. ফাহাদ হোসেন (২০), মো. সিরাজুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৩০) ও মীর হোসেন (২০) নামে চার আসামিকে গ্রেফতার করা হয়।
বুধবার (২ ফেব্রুয়ারি) এ চার জনকে আদালতে হাজির করেছে পুলিশ। এর মধ্যে মো. ফাহাদ হোসেন ও মীর হোসেন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘শাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম হত্যা মামলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহাদ ও মীর হোসেন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি দুই জনেরও প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল।’
তিনি বলেন, ‘গত ২৬ জানুয়ারি সন্ধ্যার পর ছিনতাইয়ের উদ্দেশে স্থানীয় শাহেরখালী খালের পাশে ওত পেতে ছিলেন এজাহারভুক্ত আসামি মো. ফাহাদ হোসেন ও মীর হোসেন। সেখানে তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি কাটিং কাঁচি দিয়ে প্রথমে আবুল কাশেমের মাথায় আঘাত করেন। পরে আবুল কাশেম ফাহাদকে ছিনে ফেললে দুই জনে ধরে খালের পাশে কাদায় নিয়ে তার পেটের ভেতর সজোরে কাঁচিটি ঢুকিয়ে দেয়। পরে মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার আঘাত করেন। শেষে খালের পাশে কাদার মধ্যে তাকে ফেলে চলে যায়।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘ফাহাদের তিন হাজার টাকা প্রয়োজন ছিল। সেজন্য ছিনতাই করার পরিকল্পনা করে। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেনের সঙ্গে আবুল কাশেমের বিরোধের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দিবাগত রাত ১০টায় উপজেলার শাহেরখালী খালের কাদামাটি থেকে ছুরিকাহত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে উদ্ধার করা হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৩১ জানুয়ারি) তার স্ত্রী বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা করেন। পরদিন মঙ্গলবার ভোরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান।