- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ২:৪৭ অপরাহ্ণ
জয়পুরহাটে তেঘর বিশা এলাকার ফসলের মাঠ থেকে মীর হোসেন (২৫) নামে এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকা থেকে ওই ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মীর হোসেন জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকার ইয়াসিন আলীর ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, মীর হোসেনকে রাতে দুর্বৃত্তরা মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর সেখানে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর থেকে পুলিশ এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে নেমেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।