- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৪:১২ অপরাহ্ণ
সিলেট পর্বের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে ফরচুন বরিশাল। ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৭ ফেব্রুয়ারি) টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। মুনিম শাহরিয়ার-ক্রিস গেইলে বরিশালের শুরুটা হয়েছিল দারুণ। মুনিমের ঝড়ে ৩ ওভারে দলটি ২৮ রান তুলে ফেলে। চতুর্থ ওভারে তানভীরের প্রথম বলে ৪ হাঁকিয়ে ঝড়ের আভাস দেন গেইলও। তবে ঝড় তুলতে পারেননি। চতুর্থ বলে পয়েন্টে ধরা পড়েন সুমন খানের হাতে। গেইল ফিরলেও থামেনি শাহরিয়ারের ঝড়। সুমনের করা পঞ্চম ওভারে নেন ১৬ রান!
ক্রিজে এসে নাজমুল হোসেন শান্ত ফেরেন ১ রান করে। শাহরিয়ারের সঙ্গী হন সাকিব। দু’জনে বাউন্ডারি-ওভার বাউন্ডারির সঙ্গে সিঙ্গেলস ডাবলস নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন। কিন্তু মঈন আলীর বলে ছন্দপতন ঘটে। ফ্লিক করতে গিয়ে মিড অনে ধরা পড়েন শাহরিয়ার। ২৫ বলে ৪৫ রান করেন তিনি।
এরপর সাকিব ও তোহিদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে বরিশাল। সাকিব রানের চাকা সচল রাখলেও হৃদয়ের ব্যাট ছিল ধীরগতির। ৩৬ বলে ৪ চার ও ২ ছয়ে সাকিব ফিফটি করে আউট হলে ভাঙে এই জুটি। জুটি থেকে আসে ৫৫ বলে ৬৭ রান। সাকিব আউট হলেও হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৭ বলে ৩১ রান করে। মাঝে ৬ বলে ১০ রান করে আউট হন ডোয়াইন ব্রাভো।