- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৩০ অপরাহ্ণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পড়া বলতে না পাড়ায় হালিমা নামে ৪ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে জখম করার অভিযোগে মাদ্রাসার শিক্ষক রেদোয়ানকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার সংলগ্ন বেপারী বাড়ির হালিমা (৪) মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী। গত শনিবার(৫ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষক রেদোয়ান তাকে পড়া জিজ্ঞাসা করেন। হালিমা পড়া বলতে না পারায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে শিক্ষক রেদোয়ান।
এ ঘটনায় শিশুটির মা মরিয়ম বিবি বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় শিশু আইনের ৭০ ধারায় মামলা করেন। রবিবার রাতে অভিযুক্ত শিক্ষক রেদোয়ানকে (৪০) গ্রেফতার করে পুলিশ। আজ সকালে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির জানান, শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রেদোয়ানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।