- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৪২ অপরাহ্ণ
ইউক্রেনকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যেই মিত্র বেলারুশের সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করছে রাশিয়া। অত্যাধুনিক সব সামরিক সরঞ্জামাদির পাশাপাশি দক্ষ সেনাদের নিয়ে টানা ১০ দিন মহড়া চালিয়ে যাবে মস্কো। যৌথ মহড়াকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশে রাশিয়ার সবচেয়ে বড় মোতায়েন বলছে ন্যাটো।
মহড়া উপলক্ষে গত একমাস ধরেই বেলারুশে সেনা, সামরিক সরঞ্জাম মোতয়েন করেছে মস্কো। এরমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্ষেপণাস্ত্র আছে। রাশিয়ার এমন তৎপরতা নিয়ে সম্প্রতি একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র বলছে, আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া যৌথ সামরিক মহড়া পূর্ব ইউরোপের উত্তেজনাকে আরও উসকে দেবে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে হোইয়াট হাউজ।
বেলারুশে ইতোমধ্যে রাশিয়া নতুন করে ৩০ হাজার সেনা মোতায়েন করেছে। এসব সেনা সবই মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। যৌথ মহড়াকে গুরুত্বপূর্ণ বর্ণনা করে ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, ‘রাশিয়া-বেলারুশ ‘অভূতপূর্ব হুমকির সম্মুখীন হচ্ছে’।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝভ বলেছেন, রাশিয়া এখনও মনে করে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকটের উত্তেজনা নিরসনে কূটনীতি সহযোগিতা করতে পারে। ভ্লাদিমির চিঝভ জানান, কাউকে আক্রমণ করার কোনও পরিকল্পনা নেই মস্কোর। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন,মত পরিবর্তনে রাশিয়াকে উসকানি না দেওয়াটা হলো গুরুত্বপূর্ণ।