- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৪৩ অপরাহ্ণ
ইসরায়েলি সেনাবাহিনী এবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মিছিলে গুলি চালালো। জানা গেছে, জেরিকো শহরের আইন এল-সুলতান শরণার্থী শিবির থেকে বের হওয়া ফিলিস্তিনিদের মিছিলে গুলি করে ইহুদিবাদি সেনারা। খবর মিডল ইস্ট মনিটরের।
গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের জমি দখল করে ইসরায়েলি সেনাবাহিনী ওই অবৈধ সামরিক ঘাঁটি নির্মাণ করায় বিক্ষোভ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের ওই বিক্ষোভ মিছিলে গুলি চালায় ইসরায়েলি সেনারা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কারো নিহতের তথ্য পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত দুই ফিলিস্তিনি যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যানুসারে, জেরিকো শহরের আইন এল-সুলতান শরণার্থী শিবিরের একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) কাছে একটি অবৈধ ঘাঁটি বানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনারা এ সামরিক ঘাঁটির মাধ্যমে ওই সিনাগগে যাওয়া ইহুদি বসতি স্থাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করেছে।