- আজ বৃহস্পতিবার
- ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৪৩ অপরাহ্ণ
রাজধানীর সেগুনবাগিচায় কর কমিশনের ১২তলা ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আমাদের কর্মীর ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই ভবনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এছাড়া আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।