• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘পুঁজিবাদের সঙ্গে গণতন্ত্র না থাকলে ফ্যাসিবাদ আসে’

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৫৫ অপরাহ্ণ

    যেখানে পুঁজিবাদ আছে সেখানে গণতন্ত্র থাকাটা অবশ্যক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি নূর আহমেদ বকুল। তিনি বলেন, ‘পুঁজিবাদের সঙ্গে যদি গণতন্ত্র না থাকে তাহলে ফ্যাসিবাদ আসে। এটা ইতিহাস বলে। তার রূপ আপনারা দেখছেন।’

    আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে ‘মধ্য ফেব্রুয়ারির জান্তাবিরোধী লড়াইয়ে শহীদদের স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করেন ’৮২ ও ’৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

    নূর আহমেদ বকুল বলেন, ‘আজকে শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না। পুরো পৃথিবী নিয়ে চিন্তা করতে হবে। পরিকল্পিত অর্থনীতি, বিকশিত জীবনবোধ নিয়ে ভাবতে হবে। লুট করে বেশি দূর আগানো যাবে না।’

    আলোচনা সভায় গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের নেতা মিন্টু আনোয়ার বলেন, ‘বাংলাদেশে সরকার ক্ষমতায় থাকার জন্য কেউ এরশাদকে কোলে নিয়েছে, বুকে নিয়েছে। কেউ মৌলবাদকে লালন করেছে গোপনে কিংবা প্রকাশ্যে। আজকে সেই মৌলবাদী শক্তি দেশে যেকোনও অপকর্ম ঘটাতে পারে। সে ক্ষেত্রে আমরা যারা প্রগতিশীল গণতন্ত্রতের আদর্শে বিশ্বাস করি। চর্চা করি, তারা একত্রিত হলে চরম দক্ষিণপন্থীদের দৌরাত্ম্য প্রতিহত করতে পারবো।’

    তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের পেছনে ছিল গণতান্ত্রিক অধিকারের আকাঙ্ক্ষা। আমাদের ৯০ এর আন্দোলন ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা। গণতান্ত্রিক সরকার থাকলে তারা ছাত্রদের অধিকারের কথা চিন্তা করে। সঠিক শিক্ষানীতি প্রণয়ন করে। আমরা এখানে সরকার পতনের জন্য একত্রিত হইনি, আবার কাউকে ক্ষমতায় বসানোর জন্যও কাজ করছি না। আমাদের মূল কথাটা হচ্ছে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। ৯০ এর আন্দোলনের পর ৯১-এ যে নির্বাচন হয়েছিল এমনকি ৯৬-এও যে নির্বাচন হয়েছিল, সেখানে কোনও প্রশ্ন ছিল না। তেমন একটা নির্বাচন চাই।’

    কবি মোহন রায়হান বলেন, ‘সামরিক স্বৈরাচারী শাসন পতনের পর যে সব রাজৈনিত দল ক্ষমতায় এসেছিল, তারা স্বদেশকে ভালোবাসার যে চেতনা, তা ম্লান করে দিয়েছে। তাই এই প্রজন্ম জানে না ৭১ থেকে ৯০ পর্যন্ত কী হয়েছিল।’

    জাসদ ছাত্রলীগ সাবেক নেত্রী লুৎফা হাসিন রোজি এই আন্দোলনের শহীদদের সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, ‘শিক্ষা নীতির মধ্যে যে আমলাতান্ত্রিকতা ও শিক্ষার বহুমাধ্যমের জন্য শিক্ষা ব্যবস্থাসহ জাতি ধ্বংসের মুখে। তাই এখন একমুখী শিক্ষাব্যবস্থা দাঁড় করাতে হবে।’

    ছাত্রনেতা সাখাওত হোসেন খান বাবুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে যে চিন্তা ছিল, সেই চিন্তাতেই বিভক্তি সৃষ্টি হয়েছে। বাম নেতা বলেন আর ডান নেতা বলেন, মুক্তিযুদ্ধই এখন বিতর্কিত। তাই সেই প্রশ্নের সমাধানে একটা কমন প্লাটফ্রম এ কমন লড়াই কিন্তু আমরা করতে পারি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো, আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে মন্ত্রী বানাবো, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো আর লুটেরাদের ক্ষমতার পাশে বসাবো এটা হতে পারে না।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০