- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৫৮ অপরাহ্ণ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, বর্তমানে দেশে কোনো সরকার নেই। আমেরিকা শুধু র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের জনগণ এই সরকারের উপর নিষেধাজ্ঞা দেবে।
আজ সোমবার গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক ছাত্রনেতা এম এ জলিল, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তৃতায় আমানউল্লাহ আমান বলেন, সরকারবিরোধী আন্দোলন শুরু করলে সার্চ কমিটি আর নির্বাচন কমিশন কিছুই থাকবে না। এক ধাক্কায় অন্য কোথাও চলে যাবে।
তিনি বলেন, এ সরকারের ক্ষমতা আর বেশিদিন নেই। সার্চ কমিটি আর নির্বাচন কমিশন, এগুলো তো আন্দোলনের এক ধাক্কাতেই চলে যাবে।
বর্তমান নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, নাটক বন্ধ করে বিদায় নিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন।