- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৬:২৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে যেকোনও মুহূর্তে আগ্রাসন চালাতে পারে আর হামলার জন্য আকস্মিকভাবে রাশিয়া অজুহাত তৈরি করতে পারে। রবিবার ন্যাটো অঞ্চলের ‘প্রতিটি ইঞ্চি’ রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন।
ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটিয়েছে রাশিয়া। সংকট নিরসনে ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত তাতে সফলতা আসেনি। যুক্তরাষ্ট্র বারবার বলছে ইউক্রেনে আগ্রাসন আসন্ন। মস্কো এই পরিকল্পনার কথা অস্বীকার বলে আসছে পশ্চিম ভীতি ছড়াচ্ছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শ্যুলজ সোমবার কিয়েভ সফরে যাচ্ছেন। মঙ্গলবার মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তেজনা নিরসনে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। এছাড়া মস্কো আগ্রাসন চালালে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এখন যেকোনও দিন আগ্রাসন শুরু হতে পারে। সম্প্রচারমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ‘আমরা নির্ভুলভাবে দিন অনুমান করতে পারি না, কিন্তু আমরা এখন বলছি যে আমরা জানালায় রয়েছি।’ সুলিভান বলেন, হামলার অজুহাত তৈরি করতে মস্কো আকস্মিকভাবে কোনও ভুয়া অভিযান চালাতে পারে।
রবিবার প্রায় এক ঘণ্টা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন ভলোদিমায়ার জেলেনস্কি। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আর উভয় নেতা কূটনৈতিকার মাধ্যমে সংকট নিরসনে গুরুত্ব দেওয়ায় সম্মত হয়েছেন।