• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    রিয়াল-পিএসজি মহারণে ফাইনালের উত্তাপ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ৪:০২ অপরাহ্ণ

    শুধু মাঠেই নয়। মাঠের বাইরেও এক প্রকার লড়াই চলে পিএসজি-রিয়াল মাদ্রিদের। দলের তারকা সমৃদ্ধ ভাণ্ডারই এর কারণ! বর্তমানে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও এক প্রকার টানাটানি চলছে। যে যুক্তিতে পিএসজি কোচ মওরিসিও পচেত্তিনোর কাছে মনে হচ্ছে, শেষ ষোলোতেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের উত্তাপ ছড়াতে পারে পিএসজি-রিয়াল মাদ্রিদ মহারণ।

    মঙ্গলবার দিবাগত রাত ২টায় প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচ স্বাভাবিকভাবেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে। পিএসজির ভয়ঙ্কর ত্রিফলায় রয়েছেন মেসি, কিলিয়ান এমবাপ্পে। সঙ্গে আজ যোগ হতে পারেন নেইমারও। পাশাপাশি অনেক তারকা রয়েছেন যারা এক সময় রিয়াল মাদ্রিদে দাপিয়ে বেরিয়েছেন! যেমন- গোলকিপার কেইলর নাভাস, আশরাফ হাকিমি ও মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া। সব মিলে তাই পচেত্তিনোর অনুমান, ‘দুই দলে যে নামগুলো আছে। তাতে দুই দলের লড়াইটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রূপ নিতে পারে।’

    অবশ্য ইউরোপীয় এই টুর্নামেন্টে রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের জন্য আলাদা সমীহও আছে পিএসজি কোচের, ‘আমরা রিয়াল মাদ্রিদকে শ্রদ্ধা করি। বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। যাদের ১৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাই বলে দেয় এটা শুধু খেলোয়াড় বা কোচের বিষয় নয়। ক্লাবটির শক্তি, অভ্যন্তরীণ কাঠামোই সব।’

    তার পর তিনি যোগ করেছেন, ‘পিএসজিও ৫০ বছর ধরে এই শিরোপা জয়ের চেষ্টা করছে। আমরা এখন চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি দল হিসেবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করছি, যাতে ওই স্বপ্ন বাস্তবায়নের কাছে যেতে পারি।’

    এখন সেই স্বপ্ন পূরণে এই মৌসুমের সর্বোচ্চ স্কোরার মেসির দিকে তাকিয়ে পচেত্তিনো, ‘এই ধরনের ভবিষ্যৎ নির্ধারণী ম্যাচে, গুরুত্বপূর্ণ রাতে মেসির মতো একজনের প্রতিভা মৌলিক ভূমিকা রাখতে পারে। সেটা হতে পারে ব্যক্তিগতভাবে এবং সার্বিকভাবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০