• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    দুই জমজ শত্রু দেশের বিরুদ্ধে শত্রুতা করছে: ইনু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ৪:১৯ অপরাহ্ণ

    জাসদের সভাপতি হাসানুল হক বলেছেন, সাম্প্রদায়িকতা ও সামরিকতন্ত্র— এই দুই জমজ শত্রু এখনও ছদ্মবেশে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করে যাচ্ছে। বিএনপি-জামায়াত এই দুই জমজ শত্রুকে আঁকড়ে ধরেই বাংলাদেশ বিরোধী রাজনীতি করছে।

    বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ইনু। কাজী আরেফ আহমেদসহ চার জাসদ নেতার ২৩তম হত্যা দিবস উপলক্ষে সভার আয়োজন করে জাসদ। ১৯৯৮ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুরে জাসদের সন্ত্রাসবিরোধী জনসভায় চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে দলের চার নেতা নিহত হন।

    আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাম্যবাদী দল (মা-ল) এর সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

    ইনু বলেন, ‘সাম্প্রদায়িকতা ও সামরিকতন্ত্র ফিরিয়ে আনার রাজনীতি মোকাবিলার ধারাতেই দুর্নীতি ও লুটপাটের সিন্ডিকেট ধ্বংস এবং বৈষম্য সৃষ্টির অর্থনীতি পাল্টে দিয়ে সমাজতন্ত্রের পথে যাওয়ার সংগ্রাম এগিয়ে নিতে হবে।’

    রাশেদ খান মেনন এমপি কাজী আরেফ আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘কাজী আরেফ আহমেদ হত্যাকাণ্ড জাতির জন্য দুর্ভাগ্যজনক। কাজী আরেফ হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে দেশে অন্তত একজন রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডের বিচার হয়েছে।’

    দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকার শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর করে চলছে। কিন্তু প্রয়োজন ১৪ দলকে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে সংগঠিত করে রাজনীতির মাঠে শক্তির সমাবেশ ঘটানো।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০