- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২২ | ২:২৩ অপরাহ্ণ
আইওনিয়ান সাগরে ফেরিতে আগুন লাগার ঘটনার দুই দিন পর একজনকে জীবিত উদ্ধার করেছে গ্রীসের উদ্ধারকারীরা। শুক্রবার ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তি নিজেই উদ্ধারকারীদের সাথে যোগাযোগ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো ফেরিটিতে থাকা ১১ জনের খোঁজ পাওয়া যায়নি। খবর বিবিসি।
এর আগে ওই ফেরি থেকে ২৯০ জনকে জীবিত উদ্ধার করেছিলো ইতালি ও গ্রিসের উদ্ধাকারীরা। ‘ইউরোফেরি অলিম্পিয়া’ নামের ওই ফেরিটি গ্রিস থেকে ইতালির দিকে যাচ্ছিলো। ভিডিওতে দেখা যায়, পথে আগুন লাগলে নাবিক যাত্রীদের ফেরি থেকে বেরিয়ে যেতে বলেন।
আইওনিয়ার গর্ভনর জানিয়েছিলেন, ফেরির অধিকাংশ যাত্রীই ইতালির নাগরিক। গ্রিক কোস্ট গার্ড জানিয়েছে, ফেরিতে ২৩৯ যাত্রী এবং ৫১ জন ক্রু সদস্য ছিলেন। তবে তাদের জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিলো না।