• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২২ | ২:২৭ অপরাহ্ণ

    ভারতের পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে আজ রবিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে বর্তমানে তার কোনো পোর্টফোলিও ছিল না। তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতার সঙ্গী ছিলেন এই মন্ত্রী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

    সাধন পাণ্ডে ২০২১ সালের ভোটের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। এবার বিধানসভা নির্বাচনে তিনি মানিকতলা থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন। কিন্তু তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কলকাতার হাসপাতালে তিনি দীর্ঘদিন ভর্তি ছিলেন। তারপর আরও ভালো চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হলো এই বর্ষীয়ান মন্ত্রীকে। ৭১ বছর বয়সেই থেমে গেল তার পথ চলা।

    দশ বছর আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তারপর থেকেই তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। এবারও তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতায় করেন এবং প্রচার পর্বেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসেন। বিজেপির হেবি ওয়েট প্রার্থী কল্যাণ চৌবেককে হারিয়ে ফের তিনি মমতা ব্যানার্জীর মন্ত্রিসভায় স্থান করে নেন।

    ২০২১ সালের জুলাই মাসে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত এই মন্ত্রীকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। ভেন্টিলেশনে রাখা হয় তাকে। তারপর তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় সাধন পাণ্ডের।

    ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি রাজ্যে স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে। তবে তার অসুস্থতা দীর্ঘায়িত হওয়ায় দুটি দপ্তর সুব্রত মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়। তারপর সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর হাতবদল হয়। সাধন পাণ্ডের হাতে থাকা সব দপ্তরই অন্যদের বণ্টন করে দেওয়া হয়। তবে দপ্তরহীন মন্ত্রী রেখে দেওয়া হয় সাধন পাণ্ডেকে।

    রবিবার সাধন পাণ্ডের প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় লিখেছেন, আমাদের দীর্ঘদিনের সতীর্থ, দলীয় নেতা এবং মন্ত্রী সাধন পাণ্ডে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তার সঙ্গে সুসম্পর্ক ছিল আমার। তার প্রয়াণে আমি মর্মাহত। তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও অনুগামীদের প্রতি সমব্যাথী আমি।

    মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। উল্লেখ্য তিনি আট বারের বিধায়ক ছিলেন।তার মেয়ে বিশিষ্ট মডেল শ্রেয়া পাণ্ডে কলকাতা পৌর নির্বাচনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১