- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৪৬ অপরাহ্ণ
করোনা সংক্রমণে কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আন্তর্জাতিক সীমান্ত খুলে দিয়েছে অস্ট্রেলিয়া। বিদেশে থাকা অস্ট্রেলিয়দের পরিবারের সাথে দেখা করার সুযোগ এবং পর্যটন খাত চাঙা করতেই এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খবর বিবিসি।
২০২০ সালে মার্চ মাস থেকে আন্তর্জাতিক অবাধ চলাচল নিষিদ্ধ রয়েছে অস্ট্রেলিয়ায়। গত বছর থেকে দেশটির নাগরিক আর বিশেষ কিছু দেশ থেকে সীমিত পরিসরে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দিলেও বৃহত্তর পরিসরে চলাচল নিষিদ্ধ করা হয়।
ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রথম দিনেই সোমবার অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পৌঁছাতে শুরু করেছে। এখন থেকে করোনার দুই ডোজ টিকা নেয়াদের অস্ট্রেলিয়া ভ্রমণে কোনো কোয়ারেন্টাইন করতে হবে না। তবে যারা টিকা নেননি তাদের অবশ্যই ১৪ দিন নিজ খরচে হোটেলে কোয়ারেন্টাই করতে হবে।