• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সারা দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে : নুর

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৪:৪৭ অপরাহ্ণ

    আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে হুঁশিয়ারি দিয়ে গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি তোমাদের জন্য ভালো হবে না।’

    ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নুরু এ হুঁশিয়ারি দেন। হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচির।

    শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে নুর বলেন, ‘দেশের রাজনীতি থেকে প্রশাসন—সব জায়গায় তারা দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সারা দেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, যাতে মানুষ তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে আমরা বলে দিতে চাই, তোমরা যেভাবে আমাদের ভাইদের রক্তাক্ত করছ, বোনদের লাঞ্ছিত করছ; সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি তোমাদের জন্য ভালো হবে না।’

    নুর ফেসবুকে লিখেছেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের বলবো; এক মাঘে শীত যায় না। একটা সুষ্ঠু নির্বাচন হলে কি হবে আশা করি সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেছেন। কাজেই, সংঘাত, সহিংসতা পরিহার করে শান্তির রাজনীতি করুন, ভিন্নমত ও বিরোধীদের প্রতি সহনশীল ও সহিষ্ণু আচরণ করুন। আপনাদের জন্যও ভালো হবে। অন্যথায় পালাবদল হলে আপনাদেরও কিন্তু একই পরিণতি ভোগ করতে হতে পারে। কাজেই সময় থাকতে সতর্ক হন, শুভবুদ্ধির উদয় হোক।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০