- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫:২০ অপরাহ্ণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
থানা সূত্রে জানা যায়, সামান্তা ইসলাম জ্যোতি ব্যবসায়ী মো. সাহেব আলী ও স্থানীয় সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এলিজা খানমের বড় মেয়ে। জ্যোতি এ বছর মাগুরার মহম্মদপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। গত ১৯ ফেব্রুয়ারি সে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিও হয়েছিল।
ঘটনার দিন সকালে সাহেব আলী স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে জ্যোতির নানা বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে বেড়াতে যান। জ্যোতিও তাদের সাথে যাওয়ার বায়না ধরে। কিন্ত মোটরসাইকেলে জায়গা না হওয়ায় জ্যোতিকে বাড়িতে রেখে যায়। এতে সে অভিমান করে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।
তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. কামরুল হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।