• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৬৪ বেসামরিক নিহত: জাতিসংঘ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ

    ইউক্রেনে রুশ সেনাবাহিনী প্রবেশের পর এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক হতাহতের কথা জানিয়েছে জাতিসংঘ। আহতদের মধ্যে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

    পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি ৫টা পর্যন্ত মানবাধিকার কার্যালয় অন্তত ৬৪ জন নিহতসহ ২৪০ জন বেসামরিকের হতাহতের খবর জানিয়েছে।

    এতে আরও বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কয়েকহাজার মানুষ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে কয়েকশ’ বাড়ি। সেতু ও সড়ক কামানের গোলায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বাজারের সঙ্গে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে এরইমধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছন এবং ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০