• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    আইপিএলে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো প্রীতির পাঞ্জাব কিংস

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২২ | ৪:২৭ অপরাহ্ণ

    দল গঠন করার পরই পাঞ্জাব কিংসের প্রতি আসরেই সঙ্কট দেখা দেয় একজন যথার্থ অধিনায়কের। দলটির ম্যানেজমেন্ট নিলামের সময় অধিনায়ক টার্গেট করে কাউকে কিনবে- এমন চিন্তাই হয়তো করেন না। যে কারণে প্রতিবারই দলটির অধিনায়কত্ব নিয়ে সঙ্কট দেখা দেয়। এবারও যেমনটা হলো।

    তবে যত কিছুই হোক, যে দলটি গঠন করেছে তারা, তাদের ভেতর থেকেই একজনকে নেতৃত্বের জন্য বাছাই করতে হবে। তিনি কী তাহলে শিখর ধাওয়ান, জনি বেয়ারেস্ট নাকি মায়াঙ্ক আগরওয়াল?

    শেষ পর্যন্ত এদের ভেতরে থেকেই একজনকে বাছাই করে নিলো প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। সোমবার টুইট করে তারা জানিয়েছে, নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দিচ্ছে তরুণ ব্যাটার, মায়াঙ্ক আগরওয়ালের কাঁধে।

    সেই টুইটে মায়াঙ্কের একটি অডিও বার্তাও জুড়ে দেয়া হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব পেয়ে তিনি খুশি ও সম্মানিত। দায়িত্ব পালন করতে এখন উন্মুখ হয়ে আছেন।

    মায়াঙ্ক আগরওয়াল জানিয়েছিলেন, অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত। অবশেষে তাকেই নতুন মৌসুমের জন্য দলের অধিনায়ক ঘোষণা করল পাঞ্জাব কিংস। আইপিএলের মেগা নিলামের আগে যে দুই ক্রিকেটারকে ধরে রেখেছিল পাঞ্জাব, তাদের মধ্যে এক জন মায়াঙ্ক।

    ২০১৮ সালে নিলামে ১ কোটি রুপিতে মায়াঙ্ককে কিনেছিল পাঞ্জাব। এরপর থেকে পাঞ্জাবেই রয়েছেন তিনি। কিছুদিন আগে দলের অন্যতম মালিক মোহিত বর্মন ইঙ্গিত দিয়েছিলেন যে, মায়াঙ্কই হতে পারেন তাদের দলের অধিনায়ক।

    এক সাক্ষাৎকারে মায়াঙ্কও জানিয়েছিলেন তিনি অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি। তিনি বলেন, ‘আমাকে যদি অধিনায়ক করা হয়, তার জন্য প্রস্তুত আছি। ক্রিকেটার হিসাবে আমার যা করার সেটাই করব। আমার থেকে দল যা চাইবে, সেটাই দেওয়ার জন্য মুখিয়ে আছি।’

    এবার নিলাম থেকে শিখর ধাওয়ানের মতো অভিজ্ঞ ওপেনারকে দলে নিয়েছে পাঞ্জাব। সঙ্গে নিয়েছে জনি বেয়ারেস্ট, কাগিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোনের মত ক্রিকেটারদেরও।

    পাঞ্জাব কিংসের খেলোয়াড় তালিকা

    আর্শদিপ সিং, মায়াঙ্ক আগরওয়াল, জনি বেয়ারেস্ট, কাগিসো রাবাদা, রাজ বাওয়া, হরপ্রিত ব্রার, ইশান পোড়েল, জিতেন শর্মা, লিয়াম লিভিংস্টোন, ওডেন স্মিথ, বেনি হাওয়েল, ভানুকা রাজাপাকষে, নাথান এলিস, শিখর ধাওয়ান, প্রভসিমরান সিং, রাহুল চাহার, সন্দিপ শর্মা, শাহরুখ খান, বৈভব আরোরা, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রেরক মানকাড, অংশ প্যাটেল, অথর্ব টাইডে, বলতেজ সিং, ঋষি ধাওয়ান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০