- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মার্চ ২০২২ | ৩:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজতে থাকা অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২ মার্চ) সকালে উপজেলার নিজ বাড়ি থেকে শামীম আহম্মেদ আকাশকে আটক করা হয়। গ্রেফতার আকাশ উপজেলা সদরের মৃত শামসুল হক ভুট্টুর ছেলে।
অপহৃত শিক্ষার্থীর মামা আব্দুল্লাহিল বাকি জানান, দুইদিন আগে তার ভাগ্নি ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে শনাক্তের পর পুলিশ শামীমকে গ্রেফতার করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, অপহরণ মামলায় গ্রেফতারের পর তাদের ঢাকায় নেওয়া হয়েছে।