- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ মার্চ ২০২২ | ৪:৫২ অপরাহ্ণ
গুঞ্জন উঠেছে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশেষ করে রাশিয়ার কর্মকর্তাদের বরাতে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানাচ্ছে জেলেনেস্কি দেশে নেই। এমন গুঞ্জন উড়িয়ে শুক্রবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি রাজধানী কিয়েভেই আছেন।
নিজের ইনস্টাগ্রামে পেইজে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, দুই দিন পরপর তথ্য আসছে আমি কোথাও পালিয়ে গেছি। ইউক্রেনে, কিয়েভ এবং আমরা অফিসেও নেই। আমিও এখনও আমার জায়গায় আছি। আন্দ্রি বোরিসোভিড (ইয়ারমাক) এখানে। কেউ কোথাও পালিয়ে যাইনি। এখানে, আমরা কাজ করছি।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমি জগিং পছন্দ করি। কিন্তু এখন আমাদের একদম সময় নেই।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রথমবার নিজেই প্রত্যাখান করলেন তিনি। বিশাল রুশ বাহিনীর বিরুদ্ধে দেশের সশস্ত্র বাহিনীকে সামনে থেকে একাই নেতৃত্ব দিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট। তাকে প্রশংসায় ভাসিয়েছেন নিজ দেশের পাশাপাশি বিশ্বের বহু দেশের মানুষ।