- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২২ | ৪:৫২ অপরাহ্ণ
বলিউডের স্বনামধন্য অভিনেতা ঋষি কাপুরের সর্বশেষ সিনেমা ‘শর্মাজি নামকিন’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ ওটিটি প্রিমিয়ার হবে ছবিটির। ছবিটি পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘শর্মাজি নামকিন’ ছবিটি।
একাধিক ছবিতে ঋষির নায়িকা ছিলেন জুহি চাওলা। ঋষির সর্বশেষ ছবিতেও জুহি অভিনয় করেছেন।‘শর্মাজি নামকিন’ ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জুহি লিখেছেন, ‘আ রাহি হ্যায় শর্মাজি, হামারে লাইফ মে লাগানে তাড়কা।’
নিজেকে বোঝা ও আবিষ্কারের এক দারুণ গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি। দুই বছর লিউকোমিয়ায় ভুগে ২০২০ সালে মারা যান ঋষি কাপুর। তখনো ছবিটির কাজ অসম্পূর্ণ ছিল। পরে ঋষির চরিত্রের বাকি অংশের শুটিং শেষ করেন পরেশ রাওয়াল। ‘শর্মাজি নামকিন’ ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে সুহাইল নায়ার, তারুক রায়না, সতীশ কৌশিক, ইশা তালওয়ার, শিবা চাড্ডাকে।