- আজ শুক্রবার
- ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ মার্চ ২০২২ | ৪:৩৬ অপরাহ্ণ
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাশ্বতী রায় চৈতি হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় বিএম কলেজের মসজিদ গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএম কলেজের বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন গনিত বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী শাকিল মাহমুদসহ অন্যান্যরা। বক্তারা বিএম কলেজ ছাত্রী চৈতির হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেন। মানববন্ধন শেষে একই দাবিতে ক্যাম্পাসের বাইরে বিএম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেন তারা।
গত ৫ মার্চ ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কলেজপাড়া এলাকার শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে গৃহবধূ শাশ্বতী রায় চৈতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চৈতির বাবা বাদী হয়ে মেয়ের শ্বশুড়, শাশুড়ি ও জামাতার বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই আসামি গ্রেফতার হলেও শাশুড়ি নিয়তি রানী এখনও পলাতক রয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |