• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সাভারে বেড়াতে এসে মদপানে শিক্ষকের মৃত্যুর অভিযোগ

    সাভারে বেড়াতে এসে মদপানে শিক্ষকের মৃত্যুর অভিযোগ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মার্চ ২০২২ | ২:২১ অপরাহ্ণ

    সাভারে আব্দুল্লাহ আল মনসুর ওরফে আরমান (৪৫) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার পৌর এলাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    মৃত ব্যক্তি জামালপুর জেলার নেরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

    পুলিশ জানায়, রাতে শিক্ষক আরমান আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। রাতে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

    সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

    এ বিষয়ে সাভার মডেল থানার এস আই রুবেল মিয়া বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে ওই শিক্ষকের মৃত্যুর রহস্য জানা যাবে। তার পরেও মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০