- আজ শনিবার
- ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মার্চ ২০২২ | ২:৩২ অপরাহ্ণ
রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনে এবার মানবিক সহায়তা পাঠাল পাকিস্তান। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দুটি সি-১৩০ প্লেনে করে এই সহায়তা পাঠায় পাকিস্তান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসলামাবাদে ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে এই সহায়তা পাঠনো হয়।
সহয়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ (ঘুমানোর ব্যাগ), জেনারেটর, সাবান, হ্যান্ডওয়াশ, ওষুধ এবং টিনজাত খাবার।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।