- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মার্চ ২০২২ | ১১:৫৭ পূর্বাহ্ণ
দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরিতে যান ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আটটি ফেরিতে চলছে যানবাহন পারাপার।
শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শিমুলিয়া ঘাট এড়িয়ে চলার জন্য গতরাতে মাইকিং করা হয়। সকাল থেকে ৮টি ফেরি চলছে নৌ-রুটে। তবে ঘাটে তেমন কোনও যানবাহন নেই।
মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ জিয়া জানান, ঘাটে প্রাইভেটকারসহ ছোট গাড়ি আছে প্রায় ১২০টি ও পিকআপ আছে আরও প্রায় ১০০টি। তবে ট্রাক কাভার্ডভ্যান এ রুটে চলাচল করেনি।
এদিকে ঢাকা-মুন্সীগঞ্জ বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নোমান মিয়া জানান, ঢাকা-মাওয়া রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে। তেমন কোনও অসুবিধার কথা শুনিনি। তবে, সকাল ৯টা থেকে প্রায় ঘণ্টাখানেক বাস চলাচল বন্ধ ছিল। এ কারণে সড়কে একটু যানজট হয়েছে।