• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বাবর আজমই এখন বিশ্বসেরা

    বাবর আজমই এখন বিশ্বসেরা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মার্চ ২০২২ | ১২:৪৩ অপরাহ্ণ

    অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে অবিশ্বাস্য এক ড্র তুলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচের শেষ পাঁচ সেশনে ১৭১.৪ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়ার সম্ভাব্য জয় নাকচ করে দিয়েছে বাবর আজমের দল। যেখানে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বাবর।

    ম্যাচ জেতার জন্য গড়তে হতো বিশ্ব রেকর্ড, তাড়া করতে হতো ৫০৬ রানের পাহাড়সম সংগ্রহ। সেই পথে না হেঁটে ড্রয়ের দিকেই এগিয়েছে পাকিস্তান। আর তাতে পুরোপুরি সফল তারা। বাবর ও রিজওয়ানের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৪৪৩ রান করেছে স্বাগতিকরা।

    ক্যারিয়ারসেরা ইনিংসে ৪২৫ বল খেলে ১৯৬ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক। যা কি না চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। মাত্র ৪ রানের জন্য প্রথম ডাবল সেঞ্চুরি মিস করলেও তাতে আক্ষেপ নেই বাবরের। বরং এই ইনিংসটি তার কাছে অনেক বড় এক অর্জন।

    বাবরের এমন ব্যাটিংয়ের পর তাকেই বর্তমানের বিশ্বসেরা হিসেবে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। শুধু টেস্ট ক্রিকেট নয়, তিন ফরম্যাট মিলিয়েই বাবর এখন বিশ্বের সেরা ব্যাটার বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

    সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভন লিখেছেন, ‘কোনো প্রশ্নের সুযোগ নেই। আমার মতে, বর্তমান বিশ্বে বাবর আজমই তিন ফরম্যাট মিলে বিশ্বসেরা অলরাউন্ড ব্যাটার।’ সবশেষ আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও বিরাট কোহলিকে টপকে গেছেন বাবর।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১