• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ৩ জনের

    হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ৩ জনের

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মার্চ ২০২২ | ৩:৪৩ অপরাহ্ণ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিন জন নিহত হয়েছেন। আজ শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া(৩০), একই ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) ও অটোরিকশাচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ মিয়া।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টাঙ্গাইল থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো ট ২০-০৮৪৬) দ্রুতগতিতে যাওয়ার সময় মাধবপুর উপজেলার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সামাদ মিয়া নিহত হন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নিয়ে যাওয়ার পথে মফিজুল ও আমসু মিয়ার মৃত্যু হয়।

    মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় চালকসহ তিন জন মারা গেছেন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান বলে জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০