• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    এটাই সাক্ষাতের সময়, আলোচনার সময় : জেলেনস্কি

    এটাই সাক্ষাতের সময়, আলোচনার সময় : জেলেনস্কি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মার্চ ২০২২ | ৩:৪৯ অপরাহ্ণ

    ‘অবিলম্বে’ মস্কোর সঙ্গে অর্থবহ শান্তি ও নিরাপত্তা আলোচনার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এই আহ্বান জানিয়ে তিনি বলেন, আগ্রাসন চালিয়ে রাশিয়ার করা ‘ভুলের’ ক্ষয়ক্ষতি সীমিত রাখার এটাই একমাত্র সুযোগ।

    প্রতিদিনের মতো দেওয়া রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘নিজেদের ভুলের ক্ষয়ক্ষতি কমানোর জন্য রাশিয়ার কাছে এটাই একমাত্র সুযোগ’। তিনি বলেন, ‘এটাই সাক্ষাতের সময়, আলোচনার সময়, এটাই ইউক্রেনের ন্যায়বিচার ও আঞ্চলিক অখণ্ডতা পুনর্বহালের সময়।’

    মস্কোকে সতর্ক করে জেলেনস্কি বলেন, ‘অন্যথায় রাশিয়ার এমন ক্ষয়ক্ষতি হবে, তা কাটিয়ে উঠতে আপনাদের কয়েক প্রজন্মের প্রয়োজন পড়বে।’

    ক্রিমিয়া দখলের আট বছর পূর্তি উপলক্ষে মস্কোয় আয়োজিত বিশাল র‌্যালির প্রতি ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়া দখলের বার্ষিকী সংশ্লিষ্ট অনেক কথাই আজ মস্কোতে শোনা গেছে।’

    ওই র‌্যালিতে সশরীরে উপস্থিত থেকে ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘বড় র‌্যালি হয়েছে। আর আমি একটা বিষয়ের প্রতি বিস্তারিত দৃষ্টিপাত করতে চাই। রাশিয়ার রাজধানীতে আয়োজিত মিছিলে দুই লাখ মানুষ জড়ো হয়েছে বলে জানা যাচ্ছে- এক লাখ রাজপথে আর প্রায় ৯৫ হাজা স্টেডিয়ামে। আনুমানিক একই পরিমাণ সেনা ইউক্রেনে আগ্রাসনে যুক্ত।’

    রুশ নাগরিকদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘কেবল কল্পনা করুন মস্কোর স্টেডিয়ামে পড়ে আছে ১৪ হাজার মৃতদেহ এবং হাজার হাজার আহত ও অঙ্গহানির শিকার হওয়া মানুষ। এই আগ্রাসনে ইতোমধ্যেই রাশিয়ার বহু হতাহত হয়েছে।’

    জেলেনস্কি বলেন, ‘এটাই যুদ্ধের মূল্য। তিন সপ্তাহের সামান্য কিছু বেশি সময়ে। এই যুদ্ধ অবশ্যই থামাতে হবে।’

    উল্লেখ্য, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দাবি গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ১৪ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। তবে মস্কোর দাবি, এখন পর্যন্ত মাত্র ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০