- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ মার্চ ২০২২ | ৩:২৭ অপরাহ্ণ
সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমদু
বিএনপি নয়াপল্টনে বসে প্রতিদিনই সরকারের বিদায়ঘণ্টা বাজাচ্ছে। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে আমাদের দিন ঘনিয়ে আসছে। তারা যতই বলছে জনগণ ততই আমাদের পক্ষে আসছে।
আজ রবিবার (২০ মার্চ) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবে বিএনপি ঘরানার সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে সাত ধাপ এগিয়েছে। করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বেড়েছে। জাতিসংঘের এ রিপোর্টের পর বিএনপির লজ্জা হওয়া উচিত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে, তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত ১৩ বছরে দেশে ব্যাপকহারে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং স্বাধীনতা ভোগ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পরে মন্ত্রী জেলা শহরের চিনিকল মাঠে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।