- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ মার্চ ২০২২ | ৪:১৭ অপরাহ্ণ
বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষতবিক্ষত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হোগলাপাশা এলাকার কালাম সরদারের বাড়ি সংলগ্ন মাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছি। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত রয়েছে। তার চেহারা চেনা যাচ্ছে না। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটির পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে কাজ করছে পুলিশ।