- আজ শনিবার
- ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ মার্চ ২০২২ | ১:৩৯ অপরাহ্ণ
রাশিয়ার সেনাবাহিনী অভিযান শুরুর পর থেকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রকাশ করছে। মঙ্গলবার তাদের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক যুদ্ধ সত্ত্বেও ইউক্রেনের সেনাবাহিনী দক্ষিণের মারিউপোল শহর দখলে রুশ বাহিনীকে প্রতিরোধ অব্যাহত রেখেছে।
ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের অন্যান্য জায়গায়ও রুশ বাহিনী সামান্য উন্নতি করতে পেরেছে। তাদের সেনাবহরের বড় অংশ স্থবির আছে।
এতে আরও বলা হয়েছে, ইউক্রেনের কয়েকটি শহরে রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক বিমান এবং গোলা বর্ষণ করছে। জাতিসংঘ জানিয়েছে, ১ কোটির বেশি ইউক্রেনের নাগরিক অভ্যন্থরীণ বাস্তুচ্যত অর্থাৎ তারা যেখানে বসবাস করত সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে।